রোযাদারের দোয়া

 রোযাদারের দোয়া

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ইফতারের আগ পর্যন্ত রোযাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ও মজলুমের দোয়া; আল্লাহ্‌ (তাদের) দোয়াকে মেঘমালার উপরে উঠিয়ে এর জন্য আকাশের দরজাগুলো খুলে দেন। এরপর আল্লাহ্‌ বলেন, “আমার শক্তিমত্তার কসম! একটু পরে হলেও, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব।

রেফারেন্স

হাসান। তিরমিযিঃ ৩৫৯৮

★★ইফতারের সময় রোযাদারের দোয়া

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, “আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “ইফতারের সময় সাওম পালনকারীর জন্য এমন একটি দোয়ার সুযোগ থাকে, যা ফিরিয়ে দেওয়া হয় না।”

রেফারেন্স

হাফেজ ইবনে হাজার আসকালানী (হাসান)। আলফুতুহাতুর রাব্বানিয়্যাহ ৪/৩৪২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ