রমাদানের শুরু থেকেই বন্ধ করে দেওয়া হবে সব জা'হান্নামের দরজা। আটকে ফেলা হবে সব শয়তান'দের।
এই মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ১০০ গুন বৃদ্ধি পাবে। এছাড়াও ইফাতারের সময় রয়েছে দোয়া কবুলের বিশেষ সুযোগ।
আল্লাহ এর পক্ষ থেকে তাঁর বান্দাদের প্রতি এই অফার শুধু এই মাসের জন্য।
যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই, সেই জগতে ঘটে গেছে অনেক বড় বড় ঘটনা!
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যখন রমাদান মাস আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়।"
📚 (সহিহ বুখারি: ১৮৯৯, সহিহ মুসলিম: ১০৭৯)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"আল্লাহ বলেন: রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। আর (রমাদানে) প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়।"
📚 (সহিহ বুখারি: ১৯০৪, সহিহ মুসলিম: ১১৫১)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসকের, রোজাদারের (ইফতারের সময়), এবং মজলুমের (অত্যাচারিত ব্যক্তির)।"
📚 (তিরমিজি: ৩৫৯৮, ইবনে মাজাহ: ১৭৫২)
রমাদান মোবারক❤️
0 মন্তব্যসমূহ